danewsplus.com
danewsplus.com

বরাকের সিন্ডিকেটরাজের বিরুদ্ধে সিপিআইয়ের প্রতিবাদ

0 220

ডিএনিউজপ্লাস, করিমগঞ্জঃ বর্তমানে সিন্ডিকেটরাজ চরমে। কয়লা, চুনপাথর, সুপুরি, সবজি প্রায় সবকিছুতেই সিন্ডিকেট চলছে। করোনার থাবায় যেখানে খেটা খাওয়া মানুষদের দুবেলা ভাতের জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হচ্ছে। অন্যদিকে, একাংশ মানুষ অবৈধভাবে নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলছেন সিন্ডিকেটের সাহায্যে। এই পরিপ্রক্ষিতে সিন্ডিকেট রাজ সহ ৬ দফা দাবি নিয়ে সরব করিমগঞ্জ সিপিআই।

পুলিশ সুপার কার্যালয়ের সমনে ধরনায় বসেন সিপিআই সমর্থকরা। কোভিড বিধি মেনেই ধরনায় বসেন প্রতিবাদকীরা। তাদের দাবি অবিলম্বে সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। প্রয়োজনে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি তুলেন তারা।

Leave A Reply

Your email address will not be published.