danewsplus.com
danewsplus.com

করিমগঞ্জ শহরে পুলিশের অভিযানে উদ্ধার নগদ ১০ লক্ষ

0 426

ডিএ প্রতিনিধি, করিমগঞ্জঃ করিমগঞ্জের বিপিনপাল রোডে পুলিশের অভিযান। অজয় পাল নামে এক ব্যবসায়ীর ঘরে অভিযান চালিয়ে পুলিশ নগদ টাকা ও সোনার অলংকার বাজেয়াপ্ত করে।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শহরের বিপিন পাল রোডের বাসিন্দা অজয় পালের বাড়িতে অভিযান চালান। ওই অভিযানে নগদ ১০ লক্ষ টাকা এবং ৭০০ গ্রাম সোনার অলংকার বাজেয়াপ্ত করে পুলিশ। টাকা ও সোনার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি অজয় পাল।

অভিযোগ, অজয় পাল অবৈধ সোনা ও হুন্ডির ব্যবসার সঙ্গে জড়িত। তবে পুলিশ অভিযানের আঁচ পেয়ে অজয় পাল ঘর থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান জারি রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.