ডিএনিউজপ্লাস প্রতিনিধি, শিলচরঃ সারা দেশের সঙ্গে শনিবার শিলচরেও প্রতিবাদে নামলেন একাধিক কৃষক সংগঠনের নেতারা। শিলচরে ১২টি সংগঠনের প্রায় শতাধিক কর্মী কেন্দ্রীয় সরকারের কৃষক নীতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রতিবাদকারীরা জানান, গত তিন মাসে একুশ বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। এতে সাধারণ মানুষের পাশাপাশি প্রভাবিত হয়েছেন দেশের কৃষকরাও। এছাড়াও এদিন প্রতিবাদকারীরা কেন্দ্রীয় কৃষক ও শ্রমিক নীতির তীব্র বিরোধীতা করেছেন। সরকার অবিলম্বে পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্রতর করে তোলা হবে বলে জানান প্রতিবাদকারীরা।